ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মোগড়াপাড়া ইউপিতে চলছে ভোটগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুন ১৫, ২০২২
মোগড়াপাড়া ইউপিতে চলছে ভোটগ্রহণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বুধবার (১৫ জুন) সকাল ৮ টায় শুরু হয়েছে ভোটগ্রহণ।

চলবে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত।

ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকে নারী ভোটার উপস্থিতি কম দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়বে বলে মনে করছেন প্রার্থীরা।

এ ইউপিতে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মূল ভোটের লড়াই হবে নৌকা প্রতীকের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোহাগ রনি ও স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবুর। দুজনেই ইতোমধ্যে ভোট দিয়ে নিজ নিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। ইভিএমে কারচুপির সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।