ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ছেলের কোলে চড়ে ভোট দিলেন নূরজাহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ১৫, ২০২২
ছেলের কোলে চড়ে ভোট দিলেন নূরজাহান ছেলের কোলে ভোটকেন্দ্রে এসেছেন নূরজাহান বেগম।

কুমিল্লা: নূরজাহান বেগমের বয়স প্রায় ৯০ ছুঁইছুঁই করছে। ভালো মতন কানেও শোনেন না ৮৫ বছর বয়সী ওই নারী।

স্পষ্ট করে কথাও বলতে পারেন না তিনি। তবুও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছে তাঁর। তাই ছেলের কোলে চড়ে এসেছিলেন ভোটকেন্দ্রে। অবশেষে তার ছেলের কোলে চড়েই ভোট দিলেন তিনি।  

বুধবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে ইভিএমে ভোট দেন নূরজাহান।

এর আগে, সকাল ৮টায় শুরু হয় এ ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইভিএম ব্যবহার করে বিরতিহীনভাবে অনুষ্ঠিত হচ্ছে এই ভোট।

প্রসঙ্গত, কুসিক নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।