ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন 

কুমিল্লায় ম্যাজিস্ট্রেটের সঙ্গে প্রিজাইডিং অফিসারের বিতণ্ডা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ১৫, ২০২২
কুমিল্লায় ম্যাজিস্ট্রেটের সঙ্গে প্রিজাইডিং অফিসারের বিতণ্ডা

কুমিল্লা: কুমিল্লায় সকালে বৃষ্টি শেষ হওয়ার পর বেলা ১১টার দিকে আবারও স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ শুরু হয়।

এ সময় ১৯ নম্বর ওয়ার্ডের একজন ভোটার দাবি করেন, নেউরা এম আই উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে তাতে শুধুমাত্র ‘নৌকা’ প্রতীক দেখানো হচ্ছে,  এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্র পরিদর্শন করেন।

 

তবে তার দাবি অনুযায়ী, সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার নাজমুল আমিন তাকে পরিদর্শনে বাধা দেন এবং তাকে বুথে প্রবেশ করতে দেননি।

কেন্দ্র থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি ভোটারদের দাবির সত্যতা যাচাই করতে এখানে এসেছি। আমি ভোট কেন্দ্রে ঢুকে ইভিএম দেখতে চাইলে প্রিজাইডিং অফিসার আমাকে বাধা দেন। আমাকে অবিলম্বে চলে যেতে বলা হয়। আমি তার নামে ব্যবস্থা নেব।

প্রিজাইডিং অফিসার নামজুল আমিন বাংলানিউজকে বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি মাত্র দু’দিন ট্রেনিংয়ের সুযোগ পাই।

নাজমুল বলেন, তিনি যখন গোপন কক্ষে গিয়ে ইভিএমে টিপ দিয়ে ঘটনাটি পরীক্ষা করতে যান, তখন আমি ওনাকে নিষেধ করি। কারণ আমার জানামতে, শুধুমাত্র ভোটার ছাড়া কেউ গোপনকক্ষে প্রবেশ করতে পারেন না। আর সমস্যা সমাধানের জন্য কারিগরি জ্ঞান সম্পন্ন লোক কেন্দ্রে ছিল। বিষয়টা পরীক্ষা করে দেখব, কিন্তু এর আগেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।