ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল মঙ্গলবার (২৮ জুন) ইভিএম নিয়ে দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকে এ কথা জানান।
তিনি বলেন, আমরা ইভিএমের অন্ধ গ্রাহক ছিলাম না। সব আলোচনা লিপিবদ্ধ করেছি। আমাদের সামর্থ্য কতগুলো তা দেখবো। এরপর সিদ্ধান্ত নেবো, সম্পূর্ণ বা ফিফটি ফিফটি করবো কি-না সে সিদ্ধান্ত নেবো। আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবো, তখন সব বিষয় নিয়ে আলোচনা করবো।
কাজী হাবিবুল আউয়াল কমিশন গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের আয়োজন করছে। এছাড়া ইভিএম নিয়ে বিশেষজ্ঞদের মতামতও নিয়েছে সংস্থাটি। মঙ্গলবার তৃতীয় দফায় ১৪টি দলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শেষ হলো ইভিএম নিয়ে আলোচনা।
এর আগে গত ১৯ জুন প্রথম দফায় ১২টি দল এবং ২১ জুন তৃতীয় দফায় ১৩টি দলের সঙ্গে আলোচনা করেছে ইসি
আরও পড়ুন>>>
>>> ওবায়দুল কাদেরের কথায় আশ্বস্ত হলেন সিইসি
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০২২
ইইউডি/আরআইএস