বান্দরবান: বান্দরবান ও লামা পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর বাংলানিউজকে বলেন, বান্দরবান পৌরসভায় মেয়র পদে তিন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আট প্রার্থী ও ২৭ কাউন্সিলর প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
লামা পৌরসভায় মেয়র পদে তিন জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং কাউন্সিলর পদে ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বান্দরবান পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ইসলাম বেবী ‘নৌকা’, বিএনপির জাবেদ রেজা ‘ধানের শীষ’, জাতীয় পার্টির মিজানুর রহমান বিপ্লবকে ‘লাঙ্গল’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
লামা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের জহিরুল ইসলাম ‘নৌকা’, বিএনপির আমির হোসেন ‘ধানের শীষ’ ও ফরিদ উদ্দিন ‘বাই সাইকেল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এমজেড