লালমনিরহাট: সারাদেশের মতো সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের দুই পৌরসভার ২৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথমবারের জাতীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে ভোট দিতে ভোটারের মাঝে উৎসবমুখর আমেজ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই কনকনে শীতকে উপেক্ষা করে ভোটগ্রহণ শুরুর আগেই লাইনে এসে দাঁড়িয়েছেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার বাংলানিউজকে জানান, লালমনিরহাট পৌরসভা নির্বাচনে ১০টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখনও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪১ হাজার ৯৬২জন। যার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৪ ও নারী ভোটার ২১ হাজার ৮৮। এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন।
অপরদিকে ভারত সীমান্ত ঘেঁষা পাটগ্রাম পৌরসভায়ও ৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। পাটগ্রাম পৌরসভা নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ।
৯টি ওয়ার্ডের এ পৌরসভায় মোট ১৮ হাজার ৮২৪ জন ভোটার ৫৯টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। যার মধ্যে নারী ভোটার ৯ হাজার ৪৭৮ ও পুরুষ ভোটার সংখ্যা ৯ হাজার ৩৫০। এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী।
লালমনিরহাট বডার গার্ড স্কুল ভোট কেন্দ্রে ভোট দিয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকধারী মেয়র প্রার্থী আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ পরিবেশ বজায় থাকলে ধানের শীষের বিজয় হবে।
লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) টিএম মোজাহেদুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোটকেন্দ্রের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয় শতাধিক সদস্য।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এইচএ/