রোববার (১৬ জুলাই) ইসিতে আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
সিইসি বলেন, সবার সহযোগিতা ছাড়া নির্বাচন সুষ্ঠু করা যাবে না। আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী ইসি।
নির্বাচনকেন্দ্রিক কর্মপরিকল্পনায় ৭টি করণীয় ঠিক করা হয়েছে জানিয়ে কে এম নুরুল হুদা জানান, নির্বাচন ঘিরে ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। এই তালিকা প্রকাশ করা হবে পরের বছরের ৩১ জানুয়ারি।
আগামী আগস্টে শুরু হবে নির্বাচনী এলাকার সীমানা চূড়ান্ত করার কাজ। পরের বছরের এপ্রিলের মধ্যে তা শেষ করে প্রকাশ করা হবে গেজেট।
আর আগামী বছরের জুনে শুরু হবে ভোটকেন্দ্র নির্ধারণের কাজ। ওই বছরের জুলাই মাসে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। তার আগে মার্চের মধ্যেই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন যাচাই করা হবে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
ইইউডি/এইচএ/