ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

রায় শ্রীপর্ণার কণ্ঠে এলো ‘নিশা লাগিল রে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
রায় শ্রীপর্ণার কণ্ঠে এলো ‘নিশা লাগিল রে’

মরমী কবি হাছন রাজার বিখ্যাত গান ‘নিশা লাগিল রে’ কণ্ঠে ধারণ করলেন রায় শ্রীপর্ণা। গানটি নতুন বছরের প্রথম দিনে শিল্পীর নামে থাকা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ হয়েছে।

এ গানের ভিডিওতে অভিনয় করেছেন শিল্পী নিজেই। তার সঙ্গে ছিলেন রাজ দেবনাথ। অর্ব ক্রিয়েশন স্টুডিওতে এ গানের মিউজিক প্রোডাকশন এবং মিক্স মাস্টারিংয়ে ছিলেন দেবদীপ বণিক। গিটার বাজিয়েছেন অভিক আচার্য। বাঁশিতে ছিলেন স্বরূপ মুখার্জি। সিনেমেটোগ্রাফার ও সম্পাদনায় ছিলেন মনোজিৎ দেববর্মা।

গানটির বিষয়ে শ্রীপর্ণা বলেন, ‘নিশা লাগিল রে’ গানের গীতিকার হাছন রাজা। কিংবদন্তি এ শিল্পীর গান গাইতে পেরে আমি গর্বিত। আশা করি বরাবরের মতোই শ্রোতারা আমার সঙ্গে থাকবে। শ্রোতাদের প্রেরণাই তো আমার পাথেয়।

ত্রিপুরার মেয়ে রায় শ্রীপর্ণা ভারতের ক্লাসিক্যাল মিউজিকে স্বর্ণপদক জয় করেছে। ইতোমধ্যেই তার গাওয়া বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।