ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, সেপ্টেম্বর ২৬, ২০২৫
বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর?

বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। লেখক রাহুল মোদীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের।

একসঙ্গে ঘোরাঘুরি থেকে শুরু করে নানা সময়ে এক ফ্রেমে ধরা পড়েছেন তারা।

যদিও সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করতে চাননি শ্রদ্ধা। তবে বলিউডে এখন আলোচনা-চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই যুগল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শ্রদ্ধা খাওয়ার টেবিলে বসা অবস্থায় রয়েছেন, আর রাহুল সেই মুহূর্ত ক্যামেরায় ধারণ করছেন। লজ্জায় শ্রদ্ধার প্রতিক্রিয়া-‘হ্যাট’! মুহূর্তটি ভাইরাল হতেই নতুন করে বিয়ের গুঞ্জন চাউর হয়।

শ্রদ্ধাকে আগেও বিভিন্ন সাক্ষাৎকারে বিয়ে ও সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলেও তিনি সবসময় বিষয়টি এড়িয়ে গেছেন। তবে এবার বলিউডের অন্দরমহলে জোর গুঞ্জন, তারা ক্রমশ নিজেদের প্রেমকে প্রকাশ্যে আনছেন।

তবে এখনো পর্যন্ত শ্রদ্ধা কিংবা রাহুল-কারও পক্ষ থেকেই বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।