ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি

শর্তসাপেক্ষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘পাঠান’। এমনটি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সদস্য চিত্রনায়ক রিয়াজ।

দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছেন চলচ্চিত্রের ১৯টি সংগঠন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তথ্য মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে চলচ্চিত্রের ১৯ সংগঠনের নেতাদের এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় হিন্দি সিনেমা মুক্তি ও চলচ্চিত্রের উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাবনার একটি খসরা প্রদান করেন। এই প্রস্তাবনার মধ্যে শর্তসাপেক্ষে হিন্দি সিনেমার মুক্তির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।  

এমনটি জানিয়ে রিয়াজ বলেন, আমরা মন্ত্রী বরাবর চলচ্চিত্রের ১৯ সংগঠনের নেতারা প্রস্তাবনা দিয়েছি। সেখানে শর্তসাপেক্ষে হিন্দি সিনেমার মুক্তির কথাও বলা হয়েছে। মন্ত্রীও বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখেছেন।

‘পাঠান’  কবে বাংলাদেশে মুক্তি পাবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনো নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত হয়নি। শর্তসাপেক্ষে সেন্সর বোর্ড থেকে অনুমতি পাওয়ার পরেই তা জানা যাবে।

রিয়াজ আরো বলেন, হিন্দি সিনেমা মুক্তির বিষয়ে প্রথমে আমরা শিল্পী সমিতির বিপক্ষে ছিলাম। কিন্তু আমাদের সিনেমা হল বাঁচাতে আর কোনো উপায় নেই। তাই আমরা চাই শর্তসাপেক্ষে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়া হোক।

অনুষ্ঠিত সভায় তথ্যমন্ত্রী ছাড়াও আরো উপস্থিত ছিলেন কাজী হায়াৎ, খোরশেদ আলম খসরু, নিপুণ আক্তার, মোহাম্মদ হোসেন, মিয়া আলাউদ্দিন, রিয়াজসহ আরো অনেকে।

‘পাঠান’ সিনেমাটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে আমদানি করছেন পরিচালক অনন্য মামুন। এ সম্পর্কে তিনি বলেন, চলচ্চিত্রের ১৯ সংগঠন পাঠান মুক্তির বিষয়ে একমত হয়েছে। মন্ত্রীও ইতিবাচক মন্তব্য করেছেন শুনেছি। তথ্য মন্ত্রণালয়ের অনুমতি মিললে পাঠান বাংলাদেশে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সেন্সর পেলে তবেই সুন্দর একটি তারিখ দেখে সিনেমাটি মুক্তি দেব।

চলতে বছরের ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। এ সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।