ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

জাভেদ আখতারের বিস্ফোরক মন্তব্য, মুখ খুললেন পাকিস্তানি শিল্পীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
জাভেদ আখতারের বিস্ফোরক মন্তব্য, মুখ খুললেন পাকিস্তানি শিল্পীরা

সম্প্রতি পাকিস্তানে বসেই পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ভারতের খ্যাতিমান গীতিকার জাভেদ আখতার।  

লাহোরে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়ে জাভেদ আখতার বলেন, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অভিযুক্ত জঙ্গিরা পাকিস্তানে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে।

এমন সব মন্তব্যের পরও জাভেদ আখতারের কথার পিঠে হাততালি দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

তবে ভারতের এই গীতিকারের সেই মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি পাকিস্তানের শিল্পীরা। তারা রীতিমতো ধুয়ে দিয়েছেন তাকে।

পাকিস্তানি অভিনেতা শান শাহিদ প্রশ্ন ছুড়েছেন, জাভেদ আখতারকে পাকিস্তানে আসার ভিসা কে দিয়েছে?

জাভেদের সমালোচনায় শান শাহিদ বলেন, ‘জাভেদ আখতার পাকিস্তানে এসে মুম্বাইয়ে হামলাকারীদের খুঁজছেন। কিন্তু ভারতের গুজরাটে যখন মুসলমানদের হত্যা করা হলো তখন তিনি চুপ ছিলেন। ’

 

Inko gujrat main musalmanoon kai qatil ka tu pata hai lakin yeh khamosh Hain..or ab Yeh sahab Pakistan main 26/11 kai mulzimoon ko dhoond rahay Hain ..#faizmela isko visa kis nai dia? @OfficialDGISPR @Shahidmasooddr @MirMAKOfficial pic.twitter.com/ekmSblS5wY

— Shaan Shahid (@mshaanshahid) February 21, 2023

 

মুখ খুলেছেন পাকিস্তানের আরেক অভিনেত্রী আনুশে আশরাফ। জাভেদ আখতারকে লাহোরে সম্মান ও আপ্যায়নের বিষয়টি সামনে আনলেন তিনি।  

এক টুইটে এই অভিনেত্রী লিখেছেন, ‘অতিথিকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। তবে তা নিজের সম্মান নষ্ট করে নয়। দেখে মনে হয়েছে, অনেকে জাভেদ আখতারকে খুশি করায় ব্যস্ত ছিলেন। আমরা যদি তাকে এতো সম্মান না দিতাম, তাহলে তিনি বলতে বলতে ক্লান্ত হয়ে যেতেন। ’ 

পাকিস্তানি আরেক অভিনেত্রী তো এক হাত নিলেন এই ভারতীয় গীতিকার ও কবির।

সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘যারা নিজেরা নিজেদের সম্মান করতে জানে না, তাদের বাইরের মানুষ কীভাবে সম্মান করবে। শিল্পীদের কোনো সীমানা না থাকতে পারে, কিন্তু মানসম্মানের তো সীমা রয়েছে। পাকিস্তানে এসে কেউ আপনাদের অপমান করে যাচ্ছে আর আপনারা তাকে সম্মান দেখাচ্ছেন। কী লজ্জা!’

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে প্রায় ১২টি স্থাপনায় একযোগে সন্ত্রাসী হামলা হয়। এ হামলায় ১৬৬ জন নিহত হন। হামলার জন্য জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করে আসছে ভারত।

জাভেদ আখতারের মন্তব্য, লস্কর-ই-তাইয়েবার সদস্যরা পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছেন।

লাহোরের ওই অনুষ্ঠানে পাকিস্তানি এক দর্শকের মন্তব্যের পিঠে জাভেদ আখতার বলেন, ‘আমাদের একে অপরকে দোষারোপ করা ঠিক নয়, এতে কোনো সমস্যার সুরাহা হবে না। উত্তেজনাপূর্ণ পরিবেশ প্রশমন করা উচিত। আমরা মুম্বাইয়ের মানুষ, এই শহরে সন্ত্রাসী হামলা হতে দেখেছি। সন্ত্রাসীরা নরওয়ে কিংবা ইরাক থেকে আসেনি। তারা এখনো আপনার দেশে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। ফলে ভারতীয় জনগণ রাগ দেখালে সেটা নিয়ে আপনি কোনো অভিযোগ করতে পারেন না। ’

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।