ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভারতের ‘মৈত্রী কনসার্টে’ বাংলাদেশের তিন ব্যান্ডদল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
ভারতের ‘মৈত্রী কনসার্টে’ বাংলাদেশের তিন ব্যান্ডদল

কয়েক বছর ধরে কলকাতায় আয়োজিত হচ্ছে সংগীতের অন্যতম বড় উৎসব ‘মৈত্রী কনসার্ট’। বাংলা রক গান নিয়ে দুই বাংলার এই আয়োজনে এবার অংশ নিচ্ছে বাংলাদেশের তিনটি ব্যান্ডদল।

এর মধ্যে ‘আফটারম্যাথ’ ও ‘মেঘদল’ পারফর্ম করবে হেডলাইন ব্যান্ড হিসেবে। বাংলাদেশ থেকে আরও অংশগ্রহণ করবে  ব্যান্ড ‘এ কে রাহুল’।  

এবার কলকাতার রবীন্দ্র ভবনে বসছে এই কনসার্টের পঞ্চম আসর। আগামী ২২ ও ২৩ জুলাই শনি ও রবিবার অনুষ্ঠিত হবে কনসার্ট।

এতে ভারতের ‘কালপুরুষ’, ‘মিসিং লিংক’, ‘ব্লাড’ ‘ফায়ার ইন দ্য রোডেও’সহ কয়েকটি ব্যান্ড অংশ নেবে।

মৈত্রী কনসার্টে  অংশগ্রহণ নিয়ে ‘আফটারম্যাথ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গিটারিস্ট ফাহীম হোসেন বলেন, আমরা অত্যন্ত গর্বিত এ রকম একটি আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়ে। আশা করছি আমরা বাংলাদেশের নাম উজ্জ্বল করে আসব।

বাংলাদেশ ও কলকাতা দুই জায়গায়ই বেশ জোরালোভাবে রক গানের চর্চা হচ্ছে কয়েক দশক ধরে। মৈত্রী কনসার্ট তাই হয়ে উঠেছে দুই বাংলার রকপ্রেমীদের মিলনস্থল।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।