ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

অভিনেত্রী আহনাকে প্রাণনাশের হুমকি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, অক্টোবর ১৯, ২০২৫
অভিনেত্রী আহনাকে প্রাণনাশের হুমকি!

বলিউডের চলতি সময়ের অভিনেত্রী আহনা কুমরা। সম্প্রতি খুনের হুমকি পাওয়ায় খবরের কেন্দ্রে আসেন তিনি।

অভিনেত্রীর দাবি, ভোজপুরি অভিনেতা পবন সিংহের অনুরাগীরা তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

‘রাইজ অ্যান্ড ফল’ নামক একটি অনুষ্ঠানে পবন সিংয়ের প্রতিযোগী ছিলেন আহনা। প্রতিযোগিতা চলাকালীন তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়েছিল। পরে অবশ্য দু’জনেই প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যান এবং বিদায় নেওয়ার সময় একে অপরের কাছে ক্ষমাও চেয়ে নেন। কিন্তু সেই ঝগড়ার প্রভাব এখনো আহনার জীবনকে প্রভাবিত করছে।

নায়িকার অভিযোগ, সেই বিবাদের জেরেই পবন সিংহের ভক্তরা তাকে ক্রমাগত হুমকি দিচ্ছেন। বলিউড তাকে সেভাবে স্বীকৃতি না দিলেও, এসব বিতর্কের কারণেই বারবার চর্চার কেন্দ্রে চলে আসেন অভিনেত্রী আহনা কুমরা।

নাসিরুদ্দিন শাহের সঙ্গে ‘সোনা স্পা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ এবং ‘সালাম ভেঙ্কি’-তেও দেখা গেছে তাকে।

কাজের পাশাপাশি নানা সময়ে বিভিন্ন বিতর্কিত ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন তিনি। আলোচনায় আসার অন্যতম প্রধান কারণ ছিল ‘মিটু’ আন্দোলন চলাকালীন পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ।

অভিনেত্রী সালোনি চোপড়ার অভিযোগের সূত্র ধরেই আহনাও মুখ খোলেন। এক সাক্ষাৎকারে আহনা জানান, একটি সিনেমায় কাজের বিষয়ে কথা বলার জন্য সাজিদ খান তাকে নিজের বাড়িতে ডেকেছিলেন।

সেইদিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আহনা বলেন, সাজিদ আমায় স্পর্শ করেননি। কিন্তু অদ্ভুত ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। আমি ভয় না পেয়ে বরং তাকে ঘাবড়ে দেওয়ার জন্য বলেছিলাম যে, আমার মা পুলিশে কাজ করেন। এরপর তিনি আর কথা বাড়ানোর সাহস পাননি।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।