ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

বিনোদন

মা হলেন ক্যান্সার আক্রান্ত সংগীতশিল্পী সিঁথি সাহা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, অক্টোবর ৫, ২০২৩
মা হলেন ক্যান্সার আক্রান্ত সংগীতশিল্পী সিঁথি সাহা

বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত সংগীতশিল্পী সিঁথি সাহা। দেশে-বিদেশে তার চিকিৎসা চলছে।

এমন অবস্থায় আনন্দের খবর দিলেন তিনি। প্রথমবার সন্তানের মা হয়েছেন এই সংগীতশিল্পী।

নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হসপিটালে সিঁথির কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়েছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে সংগীতশিল্পী নিজেই মা হওয়ার খবর জানিয়েছেন।

তিনি জানান, গেল ১৯ সেপ্টেম্বর তার সন্তান পৃথিবীতে এসেছে। সন্তানের নামও রেখেছেন সামারা জয়ী।  

মা হওয়ার আনন্দ প্রকাশ করে সিঁথি বলেন, গত বছর তো প্রায় মারাই যাচ্ছিলাম। এ বছর যেন নতুন করে বেঁচে উঠলাম। বিধাতা আমাকে সন্তান দিয়ে নতুন জীবন দিয়েছেন। এখন আমি আর আমার সন্তান নিয়ে নতুন জীবন। আমি এখন অনেক সুখী।

গানের পাশাপাশি উপস্থাপনায় দেখা গেঠে সিঁথিকে। সব ঠিক থাকলে আগামী নভেম্বরের শেষে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে আবার কাজ শুরু করতে চান এই গায়িকা।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।