ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাজনীতিতে যোগ দিলেন নকুল কুমার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
রাজনীতিতে যোগ দিলেন নকুল কুমার ছবি: সংগৃহীত

ঢাকা: জীবনমুখী ও হাস্যরসাত্মক গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি একাধারে গীতিকার, সুরকার, গায়ক।

বেশ কিছুদিন আগেই রাজনীতিতে যোগা দেওয়ার আশা প্রকাশ করেছিলেন তিনি। অবশেষে সেটি করেও ফেললেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা ঘটেছে। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিয়েছেন।

রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে নকুল কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের কাছ থেকে ফোন এলো। আমি বললাম, কয়েকমাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম, এখন আমি ‘টেক’ হয়ে গেছি।

এ সময় তিনি গানে গানে বলেন, আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীরের গামছা।

অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এছাড়া আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।