ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

২৭ বসন্ত পূর্ণ করলেন জাহ্নবী, দিলেন সুখবর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
২৭ বসন্ত পূর্ণ করলেন জাহ্নবী, দিলেন সুখবর জাহ্নবী কাপুর

বলিউডে কয়েকটি প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন জাহ্নবী কাপুর। কাজ করেছেন তেলুগু ইন্ডাস্ট্রিতে।

যেখানে ইতোমধ্যে ‘দেবারা’ নামের একটি সিনেমায় কাজ করেছেন তিনি। এতে তার নায়ক জুনিয়র এনটিআর।

এবার আরও এক তেলুগু সুপারস্টারের সঙ্গী হলেন জাহ্নবী। আর সেই সুখবর দিলেন বুধবার (০৬ মার্চ) নিজের জন্মদিনে।

১৯৯৭ সালের আজকের এই দিনে কিংবদন্তি নায়িকা শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের ঘর আলো করে পৃথিবীতে এসেছিলেন জাহ্নবী। আজ তিনি জীবনের ২৭ বসন্ত পূর্ণ করলেন।

বিশেষ দিনেই জাহ্নবী আনুষ্ঠানিকভাবে জানালেন, তিনি রাম চরণের সঙ্গে নতুন একটি সিনেমাতে কাজ করছেন। এর নাম এখনও চূড়ান্ত হয়নি। আপাতত ‘আরসি ১৬’ নামে এটিকে অভিহিত করা হচ্ছে।

এটি নির্মাণ করছেন বুচি বাবু সানা। এটি প্রযোজনা করছে ভ্রিধি সিনেমাস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জাহ্নবীর ছবিসহ একটি ঘোষণা দেওয়া হয়েছে। তাতে লেখা, স্বর্গীয় সুন্দরীকে আমাদের ‘আরসি ১৬’ টিমে স্বাগতম। শুভ জন্মদিন মুগ্ধকর জাহ্নবী কাপুর।    

এদিকে, বর্তমানে হিন্দিতে জাহ্নবীর হাতে রয়েছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘উলাঝ’ সিনেমার কাজ।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।