জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার, এর ব্যস্তঅস্ত্রোপচারর নাকের অস্ত্রোপচার করাচ্ছেন। বুধবার (৮ অক্টোবর) সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে তিনি জানান সাময়িক সময়ের জন্য শ্যুটিংয়ে উপস্থিত হতে পারবেন না।
অভিনেত্রী স্পষ্ট জানান, এটি বড় ধরনের অস্ত্রোপচার নয় বরং বিশ্রামের পর তিনি শ্যুটিংয়ে ফিরবেন। এ সময়ে যদি কেউ যোগাযোগের চেষ্টা করেন, পাবেন না। পরে আমি যোগাযোগ করে নেবেন।
গত দুই বছর ধরে নাকের হাড়ে সমস্যায় ভুগছিলেন তিনি। শ্যুটিং চলাকালীন বেশ কয়েকবার নাক থেকে রক্তপাত হওয়ার ফলে তা নিয়ন্ত্রণের জন্য অস্ত্রোপচার করা জরুরি।
উল্লেখ্য, ছোট বয়সেই ‘করুণাময়ী রাণী রাসমণী’ধারাবাহি দিয়ে দর্শকদের মন জয় করে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। এরপর তিনি সিনেমা ও সিরিজে কাজ করেছেন। বর্তমানে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে জিতু কমলের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন।
এএটি