ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রথম দিনে রেকর্ড, দ্বিতীয় দিনেই আয় অর্ধেক কমলো কল্কির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, জুন ২৯, ২০২৪
প্রথম দিনে রেকর্ড, দ্বিতীয় দিনেই আয় অর্ধেক কমলো কল্কির

গত বৃহস্পতিবার (২৭ জুন) মুক্তি পায় বলিউড সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’।  সায়েন্স ফিকশন সিনেমাটি মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়ে।

প্রায় ১০০ কোটির ব্যবসা করে ফেলে ভারতীয় বক্স অফিসে। আর দ্বিতীয় দিনেই খেল ধাক্কা।  

এক ধাক্কায় আয় কমে প্রায় ৪৪ শতাংশ নেমে আসে। দুই দিনে প্রভাসের সিনেমাটির আয়  প্রায় ১৫০ কোটি রুপির কাছাকাছি।  

সচনিল্কের রিপোর্ট বলছে, প্রথম দিনে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে ২৪ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার বক্স অফিসে সিনেমাটি মোট ৫৪ কোটি রুপির ব্যবসা করেছে। এর মধ্যে ২৫ কোটি ৬৫ লাখ রুপির ব্যবসা দিয়েছে তেলুগু ভার্সন। হিন্দিতে ২২ কোটি ৫০ লাখ। ফলে বর্তমানে দুই দিনে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মূল আয় গিয়ে দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৩০ লাখ রুপি।

হিন্দুস্তান টাইমস বলছে, বৃহস্পতিবার পর্যন্ত ‘কল্কি ২৮৯৮ এডি’র ১৯ লাখ টিকিট ভারতজুড়ে বিক্রি হয়েছে। তেলুগু ভাষাতেই কেবল ১৫ লাখ টিকিট বিক্রি গেছে। অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে সিনেমাটি ৫০ কোটি টাকা আয় করে ফেলেছে বলেই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।

কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখকে। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার।

‘কল্কি ২৮৯৮ এডি’-র মধ্য দিয়ে ভারতীয় সিনেমার ৫০ বছর উদ্‌যাপন চলছে। সিনেমা বোদ্ধারা বলছেন, ২০২৪ সালের প্রতীক্ষিত এ সিনেমার আয় ভাঙতে চলেছে ভারতীয় সিনেমার আয়ের পুরোনো সব রেকর্ড। যদিও দ্বিতীয় দিনের আয়ে তেমনটা ভাবা যাচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।