ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

কবীর সুমনের প্রশ্ন

ফেলানী যখন ঝুলছিলেন, তখন কীসের অবমাননা হচ্ছিল?

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, ডিসেম্বর ১, ২০২৪
ফেলানী যখন ঝুলছিলেন, তখন কীসের অবমাননা হচ্ছিল?

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বরাবরই সরব পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন। বাংলাদেশের নানা ইস্যুতে ফেসবুকে লেখালেখি করেন তিনি।

পশ্চিমবঙ্গের কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে আলোচনার মধ্যেই সুমন কারো নাম না নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘সীমান্তের কাঁটাতার-বেড়া থেকে ফেলানী যখন ঝুলছিলেন, কীসের কার অবমাননা হচ্ছিল তখন?’

কারো নাম না নিলেও অনেকেই মনে করছেন তিনি মূলত এটি লিখেছেন শ্রীজাতকে উদ্দেশ্য করেই। পোস্টের মন্তব্যের ঘরে তা লিখেছেন অনেক অনুসারী।

সুমনের আরেকটি ফেসবুক পোস্ট আলোচনায় ছিল। সেই পোস্টে তিনি লেখেন, ‘আকারে বড় দেশগুলো মনে করে তারা তাদের আকারে ছোট প্রতিবেশী দেশগুলোর মুরব্বি। যুক্তরাষ্ট্র মনে করে সে কিউবা, হাইতির বড়দা। পুয়ের্তো রিকোকে তো বড়দা অঙ্গরাজ্য মনে করে। ভারত মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বড়দা। ’

‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া করে মর। আমি প্রেম করছি, প্রেম করে যাব। ’ আরেক পোস্টে এমনটি লেখেন সুমন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে গান লেখেন সুমন। গানটির কয়েকটি লাইন এমন, ‘মুক্তির এই আলো, বাংলাদেশ জ্বালালো, এ-লড়াই মুক্তির গান’। পরে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে গানটি গেয়ে শোনান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।