ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুটিংয়ের মাঝেই আমিরের সিনেমা ছাড়তে চেয়েছিলেন কারিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
শুটিংয়ের মাঝেই আমিরের সিনেমা ছাড়তে চেয়েছিলেন কারিনা! আমির খান ও কারিনা কাপুর খান

আমির খান ও কারিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেয়েছিল ২০২২ সালে। তবে বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি সিনেমাটি।

কিন্তু এই সিনেমার যখন ৬০ শতাংশ দৃশ্যধারণ শেষ, এমন সময় সরে দাঁড়াতে চেয়েছিলেন কারিনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, এমন সিদ্ধান্তে কী বলেছিলেন আমির।  

করিনা জানান, সিনেমার তখন প্রায় ৬০ শতাংশ শুটিং হয়ে গেছে। এদিকে করোনা পরিস্থিতির মধ্যেই জানতে পারেন, তিনি সন্তানসম্ভবা। অভিনেত্রীর কথায়, ‘আমি প্রথমে সাইফ আলি খানকে বিষয়টা জানাই। ও বলে আমিরের সঙ্গে কথা বলতে। ’

তারপর আমিরকে ফোনে বিষয়টি জানান করিনা। অভিনেত্রী বলেন, ‘আমি বলি, তুমি চাইলে আমাকে বাদ দিতে পারো। কারণ, আমি একজন মা এবং এই মুহূর্তে আমি আমার দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় রয়েছি। ’

কারিনার এমন সিদ্ধান্তে একটুও রাগ করেননি আমির। বরং সময় দিয়েছেন। কারণ সিনেমাটির জন্য কয়েকবছর ধরে নিজেকে তৈরি করেছিলেন অভিনেতা।  

কারিনার সিদ্ধান্ত জানার পর আমির বলেছিলেন, ‘আমরা একসঙ্গে সিনেমাটা করব। আমি তোমার জন্য অপেক্ষা করব। ’ করিনাও আমিরের সিদ্ধান্ত শুনে খুশি হন। পরবর্তীতে একসঙ্গেই সিনেমাটির কাজ শেষ করেন।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।