ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
বিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড চিরকুটের সলো কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয়সব গান সরাসরি শুনবে লন্ডনের বাংলাদেশীরা।

যুক্তরাজ্য থেকে তথ্যটি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক নেক্সটস্টেইজ ইভেন্টস-এর কর্ণধার আবদুল্লাহ মাহমুদ।

তিনি জানান নেক্সট স্টেজ ইভেন্টের আয়োজনে লন্ডনের রমফোর্ডের মে ফেয়ার ভ্যেনুতে বিজয় দিবসের বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা অব্দি চলবে কনসার্ট। প্রবাসী বাংলাদেশিসহ সকলের জন্য উন্মুক্ত এ কনসার্টে থাকছে না কোন টিকেট। তবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সঙ্গে কোলাবোরেশান করবে চিরকুট।

দলটির ভোকাল শারমিন সুলতানা সুমি বলেন, বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশান করেছি বিভিন্ন সময়। এবারও তাই হবে, বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সঙ্গে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে।

এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মাঠে পারফর্ম করে চিরকুট। দ্বিতীয়বারের মতো আমন্ত্রণে মহান বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান করাকে ব্যান্ড হিসেবে গৌরবময় প্রাপ্তি হিসেবে মনে ব্যান্ডের আরেক সদস্য পাভেল আরিন।

চিরকুট জানায়, কনসার্ট শেষেই দেশে ফিরে আসছে ২১ ডিসেম্বর জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্টে আর্মি স্টেডিয়ামে গাইবে ব্যান্ডটি।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।