ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখেছি: ফারহান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখেছি: ফারহান

সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা মুশফিক আর ফারহান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

ভক্তরা এমন খবরে চিন্তিত ছিলেন। তবে এখন ফারহান সুস্থ। ফিরেছেন বাসায়। সামাজিকমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি একটি আবেগঘন লেখাও লিখেছেন।

ফারহান ফেসবুকে লেখেন, ৬ দিন পর ফিরছি বাসায়, এই ছয়দিনে জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম আরও একবার! আমাকে দেখতে আসছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, প্রযোজক, পরিচালক, সহকর্মী, প্রিয় দর্শকরা। আমি সবাইকে দেখে মুচকি হাসছি, কী বলব বুঝতে পারছি না, হাসি দিয়ে বুঝাতে চাইলাম চিন্তা করো না, বেঁচে আছি ভাই!

আমি শুধু সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম। আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ, অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম। আর ভাবছি যারা এত ভালোবাসে তাদের জন্য হলেও আমাকে নতুন ভাবে বাঁচতে হবে।   এবারের যাত্রায় বাসায় ফিরছি। আমার প্রিয় দর্শক, সাংবাদিক, সহকর্মী, কলাকুশলী যারাই আমার খোঁজ খবর নিয়মিত নিয়েছেন এই ক’দিন আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি, ইনশাআল্লাহ আপনাদের এই অকৃত্রিম ভালবাসাই ফারহানকে বাঁচিয়ে রাখবে।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এনএটি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।