ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

‘বায়না’ নিয়ে মানুষ ভালো লাগার কথা জানাচ্ছে: নাসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
‘বায়না’ নিয়ে মানুষ ভালো লাগার কথা জানাচ্ছে: নাসা

সম্প্রতি মুক্তি পেয়েছে সঙ্গীত শিল্পী নাসার ‘বায়না’ গান। সুর করার পাশাপাশি গানটি লিখেছেন তিনি।

ইতোমধ্যেই সংগীত সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন তিনি।

গানটির মিউজিক আয়োজন করেছেন শুভ্র রাহা। গোপাল রয় এর কোরিওগ্রাফিতে আজরাফের সঙ্গে গানে অভিনয়ে দেখা গেছে শিল্পী নাসাকে। গানটি পরিচালনা করেছেন নাসিমুল মুরসালিন সাক্ষর।  

এ প্রসঙ্গে নাসা বলেন, বায়না গানটি মুক্তির পর অনেকেই প্রশংসা করেছেন, জানিয়েছেন ভালো লাগার কথা। আমার চ্যানেলের মন্তব্য বাক্সেও অনেকে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। স্বাভাবিকভাবেই এটা আমার ইতিবাচক প্রাপ্তি, একইসঙ্গে অনুপ্রেরণা।

নাসার জন্ম ও বেড়ে উঠা ঢাকায়। ছোটবেলা থেকে তিনি চেয়েছিলেন এয়ার ফোর্স কিংবা হকি প্লেয়ার হতে, কিন্তু হয়েছে গায়িকা। গানের জগতে আসা প্রসঙ্গে নাসা বললেন, ছোট বেলায় অনেকেরই পাঁচ মিশালী স্বপ্ন থাকলেও যখন বুঝতে শিখেছি তখন থেকে শিল্পী হবার চেষ্টা করেছি। সামনে আরও নিজেকে প্রস্তুত করতে চাই।

তিনি আরও বলেন, মাঝপথে গান ছেড়ে দিতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত গানই ধ্যান-জ্ঞান হয়ে দাড়িয়েছে। অনুসরণ করেন সুনিধি চৌহানকে। কারণ এই শিল্পীর সকল গান পছন্দের তালিয়ায় রয়েছেন।  

নাসার ইতোমধ্যেই নিজের লেখা ও সুরে ৩টি গান মুক্তি পেয়েছে, সঙ্গে ১০-১২ গান রয়েছে তার। ফাগুন আসছে, ফুল ফোটাব, থেমে যাক সময়, কাক ও কোকিল, টাকশাল, রাত বাকি ইত্যাদি উল্লেখ্যযোগ্য।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।