ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলিকে একের পর এক ছুরিকাঘাত 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলিকে একের পর এক ছুরিকাঘাত  বলিউড অভিনেতা সাইফ আলি খান

মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

 

গতকাল (১৫ জানুয়ারি) বুধবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে এ অভিনেতা আহত হন বলে এক প্রতিবেদনের জানিয়েছে হিন্দুস্তান টাইমস।  

প্রতিবেদনে জানা যায়, বুধবার রাত আড়াইটার দিকে এক যুবক সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করেন। এ সময় সাইফের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন ওই দুষ্কৃতকারী। এতে আহত হন সাইফ।  

বান্দ্রা পুলিশ জানিয়েছে, সাইফ আলি ছুরিকাঘাতে নাকি ধস্তাধস্তিতে আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সাইফের এক ঘনিষ্ঠ ঘটনার বর্ণনা দেন, গতকাল রাত ২টার দিকে এক যুবক ফ্ল্যাটে কোনোভাবে ঢুকে পড়েন। সে সময় ফ্ল্যাটে থাকা সাইফের পরিবারের এক ন্যানি ওই যুবককে দেখে ফেলেন। বহিরাগত ও অপরিচিত যুবককে ফ্ল্যাটে ঘোরাফেরা করতে দেখে ন্যানি চেঁচিয়ে ওঠেন। ন্যানির চিৎকার শুনে সাইফ ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসেন। সাইফকে দেখেই ছুরি নিয়ে তার উপর চড়াও হন ওই যুবক। সাইফ তাকে বাধা দিতে গেলে তিনি আচমকাই অভিনেতাকে ছুরি দিয়ে কোপাতে থাকেন। তাতে মারাত্মক জখম হন সাইফ। সেই সুযোগে ফ্ল্যাট থেকে পালিয়ে যান ওই যুবক।  

লীলাবতী হাসপাতালের সিওও ডা. নীরাজ উত্তমণি জানান, ‘রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় সাইফ আলি খানকে। তার শরীরে ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অস্ত্রোপচার করছি। অস্ত্রোপচার সম্পন্ন হলে আঘাতের গভীরতা জানা যাবে। ’

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।