ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই

৭৮ বছর বয়সে না ফেরার দেশে পারি জমিয়েছেন পৃথিবী খ্যাত চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিঞ্চ। নির্মাতার অফিসিয়াল ফেসবুক পেজে তার পরিবারের লোকজন এ তথ্য জানিয়েছেন।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, এ বিষয়ে কিছু জানানো হয়নি। তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতাও চাওয়া হয় ওই ফেসবুক পোস্টে।

মার্কিন এ নির্মাতার জন্ম ১৯৪৬ সালে। ইরেজারহেড, ব্লু ভেলভেট, দ্য স্ট্রেইট স্টোরি, লস্ট হাইওয়ে, দ্য এলিফেন্ট ম্যান, ওয়াইল্ড অ্যাট হার্টসহ একাধিক জনপ্রিয় ছবি নির্মাণ করেছেন তিনি।

‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ছবিটি ১৯৯০ সালের কান চলচ্চিত্র উৎসবে পাম দর জিতেছিল। নির্মাণের পাশাপাশি তিনি অল্প কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তার মাঝে ‘টুইন পিকস’ ছবিতে এফবিআই এজেন্ট চরিত্রটি অন্যতম। তার অন্যতম উল্লেখযোগ্য ছবির নাম 
মুলহল্যান্ড ড্রাইভ।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।