ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

ফুলশয্যার রাতে বন্দুক হাতে ইয়ামি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
ফুলশয্যার রাতে বন্দুক হাতে ইয়ামি! ইয়ামি গৌতম ও প্রতীক গান্ধী

এক নব দম্পতি ফুলশয্যার রাতে একে অপরের পাশে বসে রয়েছেন। দুজনেই ভীষণ লাজুক।

কিন্তু হঠাৎ করেই দরজায় ধাক্কা দেয় এক অপরিচিত ব্যক্তি। তারপর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা।

একের পর এক ব্যক্তি ঢুকে পড়ে ফুলশয্যার ঘরে। এরপরই চমকে দেওয়ার মতো ঘটনা। যেখানে স্ত্রীকে বাঁচাবে স্বামী, সেখানে স্বামীকে বাঁচাতে গুলি চালায় স্ত্রী! আর স্ত্রীর এমন বন্দুকবাজি দেখে রীতিমতো হতবাক স্বামী! 
 
এমন দারুণ টুইস্টের এক গল্পে নেটফ্লিক্সে প্রকাশ হলো ‘ধুম ধাম’ সিনেমার টিজার। ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধী অভিনীত এই সিনেমার টিজার দেখে রীতিমতো মুগ্ধ দর্শকরা।

ফুলশয্যার রাত কিভাবে রোমাঞ্চিত মোড় নিল, সেই গল্পই দেখা যাবে এই সিনেমায়। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি বড় পর্দায় দেখতে পাবেন সবাই।

টিজার দেখে বোঝাই যাচ্ছে, স্বামী ভীষণ সাদামাটা একজন মানুষ। দুই বিপরীত স্বভাবের দুই মানুষের বিয়ের গল্প দেখানো হয়েছে এই সিনেমায়। এটি পরিচালনা করেছেন ঋষভ শেঠ। প্রযোজনা করেছেন বি৬২ স্টুডিও এবং জিও স্টুডিও।  

সিনেমাটি প্রসঙ্গে প্রযোজক আদিত্য ধর এবং লোকেশ ধর বলেন, আমরা এমন একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলাম যেটি হবে সম্পূর্ণ বিনোদনমূলক। সিনেমায় যেমন হাস্যরস থাকবে তেমন অ্যাকশনও থাকবে। নেটফ্লিক্স-এর সহযোগিতা পেয়ে আমরা সত্যি ভীষণ খুশি।

নেটফ্লিক্স ইন্ডিয়ার অরিজিনাল ফিল্মসের ডিরেক্টর রুচিকা কাপুর শেখ বলেন, ‘ধুম ধাম’ হল কমেডি এবং অ্যাকশনের একটি অনবদ্য মিশ্রণ। বিয়ের রাতে এমন একটি ঘটনা ঘটে, যার পর পাল্টে যায় দুজনের জীবন। আগামী ১৪ ফেব্রুয়ারি এমন একটি দুর্দান্ত প্রেমের গল্প দেখতেই হবে আপনাকে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।