অভিনেত্রী সাফা কবির ২০২৪ জুড়ে নানামাত্রিক এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে আলোচনায়ও ছিলেন। চলতি বছরের শুরুতেই বেশ কিছু বিষয় নিয়ে নিজের আগ্রহের কথা জানান এই অভিনেত্রী।
বিয়ে নিয়ে সাফা কবির বলেছিলেন, ‘আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে, এ বছর বিয়েটা করে ফেলা উচিত। ’
এদিকে সিনেমায় কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘অনেক আগেই সিনেমায় আসার ইচ্ছে রয়েছে। কিন্তু আমার কাছে ভালো গল্প এবং পরিচালকের কল এখনো আসেনি। অপেক্ষায় আছি, যখন সবকিছুর একটা সঠিক টাইমিং হবে আর আমি বড় পর্দায় আসব। ’
আগ্রহের কথা জানালেও এবার জানালেন নিজের স্বপ্ন পূরণের কথা। সেটি আবার শৈশবের স্বপ্ন। সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন সাফা।
সেখানে এ অভিনেত্রী জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে রয়েছেন তিনি। সেখানে তিনি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের পর তিনি নিউ ইয়র্ক সিটির অলবানি শহরে ঘুরতে গিয়ে জীবনের নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।
গেল শুক্রবার (৩১ জানুয়ারি) নিজেকে সময় দিতে ঘুরতে বের হন তিনি। এই ঘোরাঘুরির একাধিক ছবি ফেসবুক পেজে পোস্ট করে সাফা লেখেন, ‘তুষারের মধ্যে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা হলো। শৈশবের স্বপ্ন, আমি তুষারপাত দেখব। অনুভব করব এর কোমলতা। সেটাই আমি আজ দেখছি। মনে হচ্ছে, আকাশ থেকে জাদুর মতো নেমে আসছে তুষার কণা। ’
এই অভিনেত্রী আরও লেখেন, ‘কতবার যে পরিকল্পনা করলাম, হলো না। জীবন তো আসলে জীবনের মতোই চলে। তার মধ্যে এই ২৫ সাল আমার স্বপ্ন সত্য হয়ে গেল। আমি দাঁড়িয়ে গেলাম তুষারপাতের মধ্যে। ’
তুষারের মধ্যে দাঁড়ানোর অনুভূতি ভাগাভাগি করে সাফ লেখেন, ‘প্রথম তুষারপাত আমার শরীরে পড়ার সঙ্গে সঙ্গে হৃদয়টা আনন্দে ভরে উঠল। এটা ছিল অনেক শান্ত, সুন্দর ও পরাবাস্তবতার মতো। মনে হচ্ছিল, আমি স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন থেকে আমি জেগে উঠতে চাইছি না। তুষারপাত আমার কাছে শান্তির প্রতীক। শৈশবের স্বপ্ন পূরণ হলো। এটাকে আমি এখন আগের চেয়ে বেশি ভালোবাসি। ’
এদিকে, সাফা সাম্প্রতিক সময়ে মনোযোগী হয়েছেন নিজেকে ভেঙে বিভিন্ন চরিত্রে উপস্থাপন করতে। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগেই সিকদার ডায়মন্ডের ‘প্রতিধ্বনি’ নাটকে ভূতের চরিত্রে দেখা গেছে তাকে। গেল ১১ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পায় নাটকটি।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এনএটি