নাট্যকার রাজীব মণি দাসের রচনায় এবারের ঈদে আসছে ৩ নাটক। নাটকগুলো হলো- ‘দারোগা বউ স্বামী আসামী’, ‘পেটুক জামাই-২’ এবং ৭ পর্বের বিশেষ ধারাবাহিক ‘ভেজাল কাদের’।
‘দারোগা বউ স্বামী আসামী’ ও ‘ভেজাল কাদের’ পরিচালনা করেছেন নির্মাতা নাজনীন হাসান খান। ‘পেটুক জামাই-২’ পরিচালনা করেছেন হারুন রুশো।
এর মধ্যে ‘পেটুক জামাই-২’ নাটকে অভিনয় করেছেন আ.খ.ম হাসান, রেজমিন সেতু, রেশমা আহমেদ, শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম, ফরিদ হোসেন, আহমেদ সাজু, জাহাঙ্গীর আলম প্রমুখ।
নাট্যকার রাজীব মণি দাস বলেন, পেটুক জামাই-১ তুমুল জনপ্রিয়তার কারণে (২৬ মিলিয়ন)-এর সিক্যুয়েল তৈরির জন্য উদ্বুদ্ধ হই। দর্শক নাটকের নিচে কমেন্টস করে পেটুক জামাই-২ করার জন্য অনুরোধ জানিয়েছে। যার প্রেক্ষিতে নাটকটি নির্মাণ করা হয়।
এই নাট্যকার আরও বলেন, একটা নাটক যখন দর্শকের ভালো লাগে, দর্শক যখন সাবলিলভাবে গ্রহণ করে, তখন আমরা যারা নাট্যকার এবং পরিচালক আছি, তারা পরবর্তীতে নতুনভাবে গল্প নির্মাণে উদ্বুদ্ধ হই। এবারের পেটুক জামাই-২ সিক্যুয়েলটিও আশা করি দর্শকদের ভালো লাগবে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এনএটি