ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

বিনোদন

এশিয়ান কারাতে প্রশিক্ষক হলেন আলেকজান্ডার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এশিয়ান কারাতে প্রশিক্ষক হলেন আলেকজান্ডার

আলেকজান্ডার বো বাংলাদেশ চলচ্চিত্রের মূলধারার মার্শাল আর্ট ভিত্তিক সিনেমার জনপ্রিয় এক তারকা। তার অভিনীত অনেক ব্যবসা সফল সিনেমা রয়েছে।

এর মধ্যে আছে ‘ম্যাডাম ফুলি’, ‘গ্যাংস্টার’, ‘ক্ষমতা’, ‘নিরাপত্তা’, ‘অসীম শক্তি’, ‘রক্ষা নাই’, ‘চশমখোর’, ‘খায়েশ’, ‘চারদিকে শত্রু’, ‘লম্পট’, ‘রাজা কেনো সন্ত্রাসী’সহ প্রায় দু’শত সিনেমা।

এই নায়ক ১৯৯০ সাল থেকে কারাতে প্রশিক্ষণ শুরু করেন। তার প্রথম কারাতে মাস্টার ছিলেন কারাতের চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল এবং আন্তর্জাতিক কারাতে দ্বিতীয় মাস্টার মোয়াজ্জেম হোসেন সেন্টু, যিনি সাউথ এশিয়া কারাতে ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ।

আলেকজান্ডার বো কারাতে কৃতিত্ব হল ব্যাক বেল্ট ৫ম ড্যান (বিকেএফ) ও আমেরিকান ৫ম ড্যান (বিকেএফ)। জাতীয় ও আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত একজন প্রাক্তন ক্রীড়াবিদ আলেকজান্ডার বো। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, জাপান, কোরিয়া, মালয়েশিয়ায় আন্তর্জাতিক সেমিনার ও চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন তিনি। বাংলাদেশ কারাতে ফেডারেশনের তিনবার কার্যনির্বাহী সদস্য এবং বর্তমানে বিকেএফ ও বিএফডিসি জাতীয় কারাতে দলের কোচ।

নেপালের কাঠমান্ডুতে ২০২৩ সালে অনুষ্ঠিত এশিয়ান কারাতে ফেডারেশন কোচ পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কারাতে (কুমিতে) প্রশিক্ষক হয়েছেন আলেকজান্ডার। সেইসঙ্গে এই বিষয়ে নেপালে একটি ডিপ্লোমা করেছেন। বিভিন্ন দেশের কোচরা এতে অংশ নেয়। এমন সাফল্যে উচ্ছ্বসিত এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।