ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

বিনোদন

কণ্ঠশিল্পী তানজিলা রোশদ লাবণ্যের নতুন ৩ গান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, জুলাই ১২, ২০২৫
কণ্ঠশিল্পী তানজিলা রোশদ লাবণ্যের নতুন ৩ গান

নতুন তিনটি গান রেকর্ড করেছেন কণ্ঠশিল্পী তানজিলা রোশদ লাবণ্য। ব্লু শক স্টুডিওতে ধারণকৃত গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন শহীদ মাহমুদ।

‘যেদিন প্রথম আমি তোমায় দেখেছিলাম’, ‘তোমারে বাঁধিতে মনে ইচ্ছা আমার হয়’, এবং ‘ছোট একটা মনের ভিতর’ গানের গীতিকার যথাক্রমে- তাইবুন নাহার রশিদ, ফজলুল বারী বাবু ও অনিন্দ্য আসাদ। গান তিনটির সুর করেছেন শিল্পী নিজেই।  

উল্লেখ্য, প্রথম গানের রচয়িতা ডক্টর তাইবুন নাহার রশিদ কবিরত্ন খেতাবপ্রাপ্ত এবং বেগম রোকেয়া পদকপ্রাপ্ত লেখক।

জি সিরিজ অগ্নিবীণা থেকে ১০টি বিভিন্ন ধরনের গান নিয়ে কানাডা প্রবাসী শিল্পী লাবণ্যের প্রথম সলো অ্যালবাম ‘তুমি নাই’ বের হয় ২০o৮ সালে।

তানজিলা রোশদ লাবণ্য বলেন, আমার সঙ্গীত চর্চা শুরু হয়েছিল পাঁচ বছর বয়সে আমার মা ক্লাসিকাল শিল্পী তাহরিমা ইসলামের কাছে। পরে বাসায় শিল্পী অণিমা দাসের কাছে ১২ বছর উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিই। নজরুল সঙ্গীত গবেষক ও শিল্পী সুধীন দাসেরর পরিচালিত অগ্নিবীণা সঙ্গীতায়তন থেকে ৬ বছরের সংগীত শিক্ষা গ্রহণ করি। আমার সঙ্গীত শিক্ষক ছিলেন উস্তাদ ফুল মোহাম্মদ, সাধন চন্দ্র বর্মন, মুজিবুল কাইয়ুম এবং কানাডাতে উস্তাদ নুরুল আলম লাল।

তিনি আরো জানান, প্রবাস জীবনে কর্মব্যস্ততা এবং প্রতিকূল পরিবেশের কারণে সঙ্গীতচর্চা থেকে কিছুটা বিরত ছিলাম। এবার থেকে নিয়মিত চর্চায় মনোনিবেশ করবো। সদ‍্য গাওয়া গানের মিউজিক ভিডিও অচিরেই আমার ইউটিউব চ্যানেল Tanzila Labonno musical দর্শক-শ্রোতা পেয়ে যাবেন।

এছাড়া সন্ধ্যা মুখার্জির গাওয়া ১০টি গান নিয়ে একটি অ্যালবাম মুক্তির অপেক্ষায় আছে। উল্লেখ্য, তিনি একইসঙ্গে টেলিভিশনে সংবাদ পাঠ ও উপস্থাপনাও করেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।