ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

বিনোদন

এসএটিভির উদ্বোধনী অনুষ্ঠানে তারকামেলা

কামরুজ্জামান মিলু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩
এসএটিভির উদ্বোধনী অনুষ্ঠানে তারকামেলা

১৯ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে তৃতীয় প্রজন্মের প্রযুক্তিনির্ভর স্যাটেলাইট টেলিভিশন এসএটিভি (সাউথ এশিয়ান টেলিভিশন)। এ উপলক্ষে ঢাকার আর্মি স্টেডিয়ামে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ্য করে তোলার জন্য মিডিয়া অঙ্গনের নতুন ও পুরান তারকারা উপস্থিত থাকবেন।

ঢাকার আর্মি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানপর্ব শুরু হবে। প্রথমেই মঞ্চে হাজির হবেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, নিপুন ও তমা মির্জা।

এরপর হাজির হবেন ফেরদৌস ও মৌসুমী। কিরণ চন্দ্র রায়, কনা, শিরিন, সামিনা চৌধুরী, শাকিলা জাফর, সাবিনা ইয়াসমিন ও তপন চৌধুরী গান নিয়ে মঞ্চে আসবেন।

ছোট পর্দার অভিনেতাদের মধ্যে তুষার খান, হাসান মাসুদ, নাফিজা মঞ্চ মাতাবেন। মডেল নোবেল, মৌ, মোনালিসা, সজল, শখ, ইমন চমকপ্রদ পরিবেশনা নিয়ে হাজির হবেন।

অনুষ্ঠানে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন, ফারুক, সোহেল রানা, সুজাতা, সুচন্দা, দিতি, অঞ্জনা ভিন্নধর্মী ফ্যাশন শো নিয়ে হাজির হবেন। তাদের সাথে ৠাম্পে হাঁটবেন বর্তমান সময়ের মডেলরা। শোটির কোরিওগ্রাফি করবেন তানভীর।

উদ্বোধনী এ অনুষ্ঠানে ব্যান্ড শিল্পীদের মধ্যে বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, নকিব খান, পিলু খান, এলিটা, জোহাদ (নেমেসিস) উপস্থিত থাকবেন। এছাড়া সবশেষে সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা একসাথে গান করবেন।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন নাভেদ ও মুনমুন। বাংলাদেশে এ প্রথম কোনো প্রাইভেট টেলিভিশন চ্যানেলে এইচডি ও থ্রিজি প্রযুক্তির সমন্বয়ে দর্শকরা উপভোগ করবেন।

অনুষ্ঠানে এসএটিভির প্রথমবারের মত ট্যালেন্ট হান্ট রিয়ালিটি শো বাংলাদেশি আইডলের তিন বিচারক এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু , মেহরীনও  উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি এসএটিভির পূণার্ঙ্গ সম্প্রচার উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন (এনডিসি) ও প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ড.মির্জা আব্দুল জলিল উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক ডেল্টা বে ও কজিটো।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩
এমকে/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।