ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অটোরিক্সায় সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
অটোরিক্সায় সালমান

সুপারস্টাররা অটোরিক্সায় চড়ে এটি প্রতিদিন দেখা যায় না। কিন্তু এটি দেখা গেলো রোববার (২০ ডিসেম্বর) সালমান খানের জন্য।



সুবুরবান মুম্বাইয় রেস্টুরেন্টে একটি পারিবারিক নৈশভোজের আয়োজন কর‍া হয়েছিলো। সেখানেই অটোরিক্সায় চড়ে পৌঁছ‍ান বলিউডের এই সুপারস্টার। এ সময় তার পরণে ছিলো ছাই রঙা টি-শার্ট ও ডেনিমের প্যান্ট। অটোরিক্সায় তাকে সঙ্গ দিয়েছেন অভিনেতা নিখিল ডিভেদি। খানদান নৈশভোজে আরও ছিলেন নির্মাতা সাজিদ নাদিয়াড়ওয়ালা।

এ বছর ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘প্রেম রতন ধন পায়ো’ দুটি ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। তিনি এখন ব্যস্ত যশ চোপড়া প্রযোজিত ‘সুলতান’-এর দৃশ্যধারণ নিয়ে। আগামী বছরের রোজার ঈদে ম‍ুক্তি পাবে এটি।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।