ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ড্রিমস অব মান্না’য় যা যা থাকছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
‘ড্রিমস অব মান্না’য় যা যা থাকছে ‘মান্না উৎসব ২০১৬: ড্রিমস অব মান্না’র সংবাদ সম্মেলনে অতিথিরা

প্রয়াত চিত্রনায়ক মান্নাকে এবার বড় পরিসরে স্মরণ করা হবে। চলছে সেই প্রস্তুতি।

আগামী ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘মান্না উৎসব ২০১৬: ড্রিমস অব মান্না’। সোমবার (২১ ডিসেম্বর) এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এখানে ছিলেন মান্না ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা। এ ক্ষেত্রে মান্না ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে আছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

কেমন হবে প্রথমবারের মান্না উৎসব? সংবাদ সম্মেলনে জানানো হলো বিস্তারিত। চলচ্চিত্রাঙ্গনের কলাকুশলীদের নিয়ে ১ জানুয়ারি দিনব্যাপী ঢাকার শিশু একাডেমি চত্বরে থাকছে এই আয়োজন। রাতে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সাত ব্যক্তিত্বকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। এর মধ্যে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে পরিচালক চাষী নজরুল ইসলামকে।

উৎসবটি সাজানো হবে মান্না অভিনীত বিভিন্ন ছবির গান নিয়ে। এগুলোতে অংশ নেবেন মান্নার সহশিল্পীরা। মৌসুমী ও পপির পাশাপাশি দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে থাকবে নানা চমক। অনু্ষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছেন ওপার বাংলার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তরও। তিনি মান্নার সঙ্গে অভিনয় করেছেন একাধিক চলচ্চিত্রে।

উৎসব আয়োজন প্রসঙ্গে মান্নার স্ত্রী ও মান্না ফাউন্ডেশনের চেয়ারপারসন শেলী মান্না বলেন, ‘চলচ্চিত্রাঙ্গনের কলাকুশলীদের নিয়ে একাধিকবার মান্না উৎসব আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা, পারিবারিক ঝক্কি-ঝামেলায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শুধু শোকের মাধ্যমে নয়, মান্নাকে আমরা এবার উৎসবের মধ্য দিয়ে স্মরণ করতে চাই। তার অসমাপ্ত কাজ ও স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের তারকা ও স্বজনদের নিয়ে আমরা এর শুভসূচনা করবো। ’

মান্না উৎসব নিয়ে শেলী আরও জানান, মান্না উৎসব আয়োজনে বারবার বাঁধা এসেছে। নানা সময়ে পৃষ্ঠপোষক জটিলতায়ও পড়তে হয়েছে। মান্না ফাউন্ডেশনের অগ্রদূত ছিলেন নির্মাতা চাষী নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রয়াত মান্নাকে ঘিরে তার স্বপ্নও পূরণ করা হবে।

সংবাদ সম্মেলনে মান্না ফাউন্ডেশনের সহ-সভাপতি চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘মান্না স্বপ্ন দেখতেন মন্ত্রী হবেন। মানুষের জন্য কিছু করতে চাইতেন তিনি। দায়িত্ববোধ থেকে, সচেতন নাগরিক হিসেবেই আমি মান্না ফাউন্ডেশনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছি। ’

প্রয়াত মান্নার আত্মীয়, সহ-অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘মান্না ছিলেন আমাদের চলচ্চিত্রাঙ্গনের নেতা। পাইরেসি বিরোধী আন্দোলন কিংবা অশ্লীলতাবিরোধী আন্দোলনে তিনি সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন। ’

সংবাদ সম্মেলনে এসেছিলেন অভিনেতা রিয়াজ। তিনি বলেন, ‘তিনি নিশ্চয়ই কোথাও থেকে সবই দেখছেন। এই কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে বড় ভালো লাগছে। ’ অভিনেত্রী পপি বলেন, ‘মান্না ভাই বড় ভালো মানুষ ছিলেন। মান্না ফাউন্ডেশনের স্বপ্নগুলো সত্যি হোক। ’

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।