ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পুত্রসন্তানের মা রুহি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
পুত্রসন্তানের মা রুহি দিলরুবা ইয়াসমিন রুহি / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পুত্রসন্তানের মা হয়েছেন মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। মঙ্গলবার (২২ ডিসেম্বর) লন্ডনে স্থানীয় সময় রাত ৩টা ৪৫ মিনিটে রয়্যাল লন্ডন হাসপাতালে তার ছেলের জন্ম হয়েছে।



রুহির স্বামী নির্মাতা মনসুর আলী জানান, ছেলের নাম রাখা হয়েছে রুহান মনসুর আলী। মা-ছেলে দু’জনেই সুস্থ আছে।

র‌্যম্প মডেল ও অভিনেত্রী রুহি গত বছরের সেপ্টেম্বরে বিয়ে করেন মনসুর আলীকে। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যেই থাকছেন তিনি। মডেলিং ছাড়া ‘একাত্তরের সংগ্রাম’, ‘জিরো ডিগ্রী’, ‘মায়ানগর’ এবং কলকাতার ‘গ্ল্যামার’ ছবিতে অভিনয় করেছেন রুহি। এর মধ্যে ‘মায়ানগর’ এখনও মুক্তি পায়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।