মুজিব পরদেশীকে মনে আছে নিশ্চয়ই? ‘আমার সাদা দিলে কাদা লাগাই গেলি’, ‘আমি বন্দী কারাগারে’, ‘আমারে নি পড়ে তোমার মনে’- তার কতো গান এখনও মুখে মুখে ফেরে।
বেশিদিন হয়নি।
মোস্তফা সরয়ার ফারুকী তার নতুন বিজ্ঞাপনচিত্রে ব্যবহার করলেন মুজিব পরদেশীর বিখ্যাত গান ‘কলমে নাই কালি’। তিনিই নতুনভাবে গাইলেন। তবে সংগীতায়োজন অর্ণবের। তিনি এখন তারুণ্যের ক্রেজ। গায়কীতে, কথায়, সংগীতে স্বতন্ত্র ধারা প্রতিষ্ঠিত করে ফেলেছেন অনেক আগেই।
দুই প্রজন্মের এ দুই শিল্পীকে এক করলেন ফারুকী। বসালেন এক জায়গায়। এ দু’জন যদি একসঙ্গে মেলেন, তখন কী ঘটতে পারে- সেটা এখনও টের পাওয়া যায়নি। সামনে যাবে।
রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় গানটির রেকর্ডিং হলো। সেখান থেকেই ফারুকী জানালেন, প্রথম মুখটি রেখে বাকিটুকু নতুন করে লিখেছেন মুজিব পরদেশি। তার মূল সুর একই আছে। সংগীতায়োজনে এসেছে ভিন্নতা। সিটি গ্রুপের তীর পণ্যের বিজ্ঞাপনচিত্র এটি। ইতোমধ্যেই এর দৃশ্যধারণ হয়ে গেছে। অনেকের সঙ্গে শামীম শাহেদ মডেল হয়েছেন এতে।
বাংলাদেশ সময় : ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
কেবিএন/জেএইচ