রাজধানীর একটি রেস্তোরাঁয় রবীন্দ্রসংগীতের অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায়। অনুষ্ঠানে শিল্পীদ্বয় ছাড়াও ছিলেন কামাল লোহানী, মুহাম্মদ জাহাঙ্গীর, চয়নিকা চৌধুরী, পূর্ণ চন্দ্র মন্ডল, সংগীত পরিচালক মেহেদী প্রমুখ।
অদিতি চৌধুরী বলেন, ‘এই গানগুলো গাওয়ার পেছনে আমাদের ব্যক্তিগত কিছু আবেগ কাজ করেছে। বিশেষ করে এই গানের কথাগুলো বারবার পড়ে ও গেয়ে মনে হয়েছে, এগুলো যেন আমাদের জন্যই লেখা। কবির এই কৃতিত্ব অনেকের মতো আমাদের জীবনকেও সমৃদ্ধ করেছে। ’
‘দিয়া আর আমি’ অ্যালবামের জন্য নির্বাচন করা হয়েছে আটটি রবীন্দ্রসংগীত। এগুলো হলো- ‘মনো জাগো’, ‘ও জোনাকি’, ‘সংকোচের বিহ্বলতা’, ‘সকাতরে ওই’, ‘জয় তব’, ‘তোর আপন জনে’, ‘মহাবিশ্বে মহাকাশে’ এবং ‘তোমায় নতুন করে’। এটি বাজারে এনেছে জি-সিরিজ।
বাংলাদেশ সময় : ২২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
জেএইচ