‘রয়্যালটি’ প্রকাশ হচ্ছে তিশমা অনলাইন ডটকম ওয়েবসাইটে। এ ছাড়া অ্যালবামটি পাওয়া যাবে অ্যামাজন, আইটিউনস ও অন্যান্য জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে।
সব গানের সুর ও সংগীত পরিচালনা এবং যন্ত্রাণুষঙ্গ বাজিয়েছেন তিশমা নিজেই। এ নিয়ে নিজের পাঁচটি একক অ্যালবামের পুরো কাজ করলেন তিনি। ‘রয়্যালটি’র গান লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, তানভীর তারেক, জনি হক, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকীন, সাজ্জাদ, জাহিদ ও তিশমা।
তিশমার আগের একক অ্যালবামগুলো হলো- ‘তারা’ (২০০৩), ‘চাঁদ’ (২০০৩), ‘সূর্য’ (২০০৪), ‘বাউলা প্রেম’ (২০০৫), ‘শ্যাম রাখি না কুল রাখি’ (২০০৫), ‘মাটির পুতুল’ (২০০৬), ‘ছলনার দাবা’ (২০০৭), ‘এক্স ফ্যাক্টর’ (২০০৮), এক্সপেরিমেন্ট’ (২০১১), ‘এক্স.ও.এক্স.ও.-এক্সপেরিমেন্ট রিলোডেড (২০১২), ‘হিপটোনাইজড’ (২০১৩), ‘মেসমেরাইজড’ (২০১৫)।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
জেএইচ