কথাগুলো বলেছেন ‘আয়নাবাজি’র নির্মাতা অমিতাভ চৌধুরী। মুক্তির বছরপূর্তিতে ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় শ্যামলী সিনেমা আবারও দেখানো হবে এটি।
ভিন্নধারার দেশীয় এই ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় যুক্তরাষ্ট্রের সিয়াটলে, ইউরোপীয়ান প্রিমিয়ার হয় ম্যানহাইম-হাইডেলর্বাগে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার গোয়া ইন্টারন্যশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এভাবেই বিশ্বের বিভিন্ন নামি-দামি চলচিত্র উৎসবে অনেক প্রশংসা কুঁড়িয়েছে ‘আয়নাবাজি’।
দর্শকপ্রিয় ছবিটির বেশ কিছু অর্জন রয়েছে। যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে এটি বেস্ট নেরেটিভ ছবি নির্বাচিত হয়েছিলো। সর্বশেষ কলকাতার টেলিসিনে সোসাইটির ১৬তম পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড পায় ‘আয়নাবাজি’।
প্রযোজক ও টপ অব মাইন্ডের সিইও জিয়া উদ্দিন আদিল ‘আয়নাবাজি’র বছরপূর্তিতে দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান, গাওসুল আলম শাওনসহ আরও অনেকে। এর মুল ভাবনা গাওসুল আলম শাওনের। তিনিই চিত্রনাট্য করেছেন অনম বিশ্বাসের সঙ্গে যৌথভাবে। নির্বাহী প্রযোজক ছিলেন এশা ইউসুফ।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসও