তিন বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করেছেন পরী। ‘রক্ত’, ‘মহুয়া সুন্দরী কিংবা ‘রানা প্লাজা (মুক্তি অনিশ্চিত) ছবিগুলোতে ভিন্নমাত্রিক পরীর দেখা মেলে।
অন্যদিকে ২২ ডিসেম্বর গড়পরতা আরেকটি ছবি মুক্তি পাচ্ছে পরীর। ‘ইনোসেন্ট লাভ’ নামের ছবিটি নিয়ে নেই তেমন প্রচারও। এটি তৈরি করেছেন অপূর্ব রানা। এতে পরীর নায়ক হিসেবে থাকছেন নবাগত জেফ। আরও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, রমিজ, কাবিলা, ঝিনুক, হাবিব খান, শরীফ চৌধুরী প্রমুখ। পরিচালকের হিসেব অনুযায়ী ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এটি।
এদিকে ডিসেম্বরে ছবি মুক্তির তালিকাটা বেশ বড়। এ কারণে একইদিনে একাধিক চলচ্চিত্র প্রেক্ষাগৃহে যাচ্ছে। ‘ইনোসেন্ট লাভ’-এর পাশাপাশি ২২ ডিসেম্বর মুক্তি পাবে আরিফিন শুভ-তানহা জুটির ‘ভালো থেকো’ ও মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’। তবে একটি বা দুটি ছবি মুক্তির মিছিল থেকে সরে আসলেও অস্বাভাবিক কিছু হবে না।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এসও