কিন্তু ‘ইয়েস’ বলেও কখনও কারো সঙ্গে কথা রক্ষা করতে পারেন না সামির। যার কারণে বিরক্ত অনিকা।
নাটকটি পরিচালনা করেছেন তপু খান। শনিবার তিনি বাংলানিউজকে বলেন, একজন দায়িত্বজ্ঞানহীন যুবকের গল্প ‘ইয়েস’। যে কখনও কথা রাখতে পারেন না। নিশোকে নিয়ে এর আগে বেশ কিছু কাজ করেছি। কিন্তু শখের সঙ্গে এটা আমার প্রথম নাটক।
৫ ও ৭ ডিসেম্বর উত্তরায় নাটকটির শ্যুটিং হয়েছে। ‘ইয়েস’র মূল গল্প সাব্বির চৌধুরী’র। চিত্রনাট্য লিখেছেন রুম্মান রসীদ খান। নিশো-শখ ছাড়াও আরও অভিনয় করেছেন রিনা খান, লিওনা, আযাদ নাজমুল, বাসার বাপ্পী, বাপ্পা রাসেল, সৃষ্টি, অক্ষয়, নাজমুল ও শাহাদাৎ।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
জেআইএম/আইএ