একদিন না জেনেই আব্দুল্লাহ তার হবু প্রেমিকা আদর এর ভাইকে মারধর করে। আদর জানতে চায়, কেনো মারা হলো তার ভাই ফারহানকে? কিন্তু কোনো জবাব না দিয়ে আদরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে আব্দুল্লাহ।
এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘কিছু বলতে চাই’। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। ফাহাদ আল মুক্তাদিরের গল্পে নির্মিত এর সংলাপ, কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন বান্নাহ নিজেই। কাওলা ও বিভিন্ন স্থানে নাটকটির শু্যটিং হয়েছে।
‘কিছু বলতে চাই’তে আব্দুল্লাহ চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো এবং আদর চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। তাদের পাশাপাশি আরও রয়েছেন সিয়াম নাসির, ফারহানসহ প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে সাফা বলেন, ‘বরাবরই আমি বান্নাহ ভাইয়ের কাজ করি। তবে এই গল্পটি অসাধারণ। সহশিল্পী হিসেবে তো নিশো ভাই অনবদ্য। আশা করি ভালো একটি কাজ হবে। ’
অন্যদিকে নিশো বলেন, ‘আমি এলাকার একজন স্মার্ট বড়ভাই এর চরিত্রে অভিনয় করেছি। সাফা চমৎকার একজন অভিনেত্রী, সেই সঙ্গে বান্নাহ নির্মাতা হিসেবে অসাধারণ! ভালো একটি নাটক হবে বলে আশা করছি। ’
নির্মাতা সূত্রে জানা গেছে- পহেলা বৈশাখে অনলাইনে প্রকাশ করা হবে ‘কিছু বলতে চাই’ নাটকটি।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরসি/বিএসকে