সাসপেন্স থ্রিলার ধাঁচের ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নাসিফুল ওয়ালিদ। গুরুত্বপূর্ণ ১১টি চরিত্রকে নিয়ে ছবিটির গল্প আবর্তিত হয়েছে।
‘কালের পুতুল’র গল্পে দেখা যাবে ১০ জন মানুষের গন্তব্য বান্দরবানের দুর্গম নুলিয়াছড়ি পাহাড়ে। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে সেখানে পৌঁছায় তারা। খাদের ওপর ঝুলন্ত সেতু পেরিয়ে একটি বাড়িতে উঠে সবাই। বাড়িটি সভ্যতার অন্যতম একটি নিদর্শন। তবে বাড়িটিতে অবস্থানের পর নানা ধরনের ঘটনার মুখোমুখি হতে থাকেন তারা। গল্প বাঁক নেয়।
২০১৫ সালে ‘কালের পুতুল’ ছবিটির শ্যুটিং শুরু হয়। শ্যুটিং শুরুর তিন বছর পর ছবিটি মুক্তি পেলো। ছবিটির সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।
ঢাকার ভেতর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, বলাকা, শ্যামলী সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হচ্ছে। এছাড়া ঢাকার বাইরে ময়মনসিংহের ছায়াবানি, খুলনার লিবার্টি ও দিনাজপুরের মডার্ন হলে চলছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
জেআইএম/আরআর