ভারতীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে সালমানকে বহনকারী একটি পুলিশের গাড়ি আদালত থেকে কারাগারে প্রবেশ করে। চারপাশে ব্যাপক নিরাপত্তা ছিলো।
এদিন, মধ্যাহ্নভোজের পর সালমানের রায় পড়ে শোনান যোধপুরের বিচারিক আদালত। তখন রায়ে ৫ বছরের সাজার সঙ্গে ভাইজানকে ১০ হাজার রুপি অর্থদণ্ডও দেওয়া হয়।
রায় ঘোষণার পর সালমান খান আদালতে কান্নায় ভেঙ্গে পড়েন। তখন বাবা সেলিম খানের সঙ্গে মোবাইলে কথা বলার জন্য আদালতের কাছে অনুরোধ করেন সল্লু। আদালত তাকে অনুমতি প্রদান করেন। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায়নি।
এর আগে ২০০৭ সালে একই মামলায় সালমান খানকে বেশ কিছুদিন জেলে থাকতে হয়েছিলো। তখন তাকে কারাগারে ভিআইপি সুবিধা প্রদান করা হয়। কিন্তু এবার আর কোনো রকম বাড়তি সুবিধা প্রদান করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। সাধারণ কয়েদির মতোই কারাগাবাস করতে হবে তাকে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
জেআইএম/বিএসকে