অমিতাভ রেজা চৌধুরী, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা ও কুসুম শিকদার
ঢাকা: দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৬টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলা-কুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬’ প্রদানের ঘোষণা দিয়েছে সরকার।
তথ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (৫ এপ্রিল) পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও চলচ্চিত্রের নাম ঘোষণা করেছে।
শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ‘অজ্ঞাতনামা’।
শ্রেষ্ঠ পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন ‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত একই চলচ্চিত্রের অভিনেতা সুচিন্তা চৌধুরী চঞ্চল (চঞ্চল চৌধুরী)।
আর শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেত্রীর পুরস্কার লাভ করছেন যৌথভাবে ‘অস্তিত্ব’ চলচ্চিত্রের জন্য নুসরাত ইমরোজ তিশা ও ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের জন্য কুসুম শিকদার।
এছাড়া, আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন ফরিদা আক্তার (ববিতা) ও আকবর হোসেন পাঠান (ফারুক)।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এমআইএইচ/এমএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।