এ প্রসঙ্গে পরিচালক এ.কে. সোহেল শুক্রবার (১৩ এপ্রিল) বাংলানিউজকে বলেন, “মাস খানেক আগে ‘পবিত্র ভালোবাসা’ সেন্সরে জমা দেই। প্রথমে সেন্সর বোর্ড ছবিটির কয়েকটি দৃশ্যে আপত্তি জানায়।
“আশা করছি আসন্ন ঈদুল ফিতরে ‘পবিত্র ভালোবাসা’ মুক্তি দেবো। সে অনুযায়ী এখন প্রস্তুতি নিচ্ছি” যোগ করে বলেন ‘খায়রুন সুন্দরী’খ্যাত এই পরিচালক।
চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ছবিটিতে জুটে বেঁধে অভিনয় করেছেন রোকন উদ্দিন। এছাড়া আরও রয়েছেন সুচরিতা, মৌসুমী, ফেরদৌস, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, প্রবীর মিত্র, ইলিয়াস কোবরা প্রমুখ।
‘পবিত্র ভালোবাসা’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ পরিচালক নিজেই করেছেন। ছবিতে সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, সামিনা চৌধুরী, মমতাজ, কনা, পলাশ, কিশোর ও মনির খান।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
জেআইএম/বিএসকে