শিবা কোরাতলা পরিচালিত ছবিটি শুক্রবার (২১ এপ্রিল) ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পায়। শনিবারই (২২ এপ্রিল) ছবিটি ভারত থেকে আয় করে নেয় ৭৪ কোটি রুপি।
তেলুগু সুপারস্টার মহেশ বাবু তার মায়ের জন্মদিনে ‘ভারত আনে নেনু’ মুক্তি দেন। ছবিটির অভূতপূর্ব সাফল্যের কারণে সোশ্যাল মিডিয়ায় তিনি ভক্ত ও দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।
টুইটারে মহেশ বাবু লিখেন, ‘নিজেকে ভাগ্যবান মনে করছি। আপনাদের দেওয়া কথা রাখতে পেরে আমি অনেক আনন্দিত। ‘ভারত আনে নেনু’ ছবির জন্য শিবা কোরাতলা স্যারকেও ধন্যবাদ। এই সাফল্য আমাদের সকলের ও ভালো ছবির বিজয়। আমার পুরো দলকে অভিনন্দন। ’
‘ভারত আনে নেনু’ রাজনৈতিক থ্রিলারধর্মী ছবি। এতে মহেশ বাবু চরিত্রের নাম ভারত রাম। তিনি অভিনয় করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর চরিত্রে।
৬০ কোটি রুপি বাজেটের ছবিটিতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদবানি, প্রকাশ রাজ, আর. শরৎকুমার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
জেআইএম/এইচএ/