ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মেয়ের উপস্থাপনায় অতিথি গাজী মাজহারুল আনোয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
মেয়ের উপস্থাপনায় অতিথি গাজী মাজহারুল আনোয়ার ‘হারানো সুরের গান’র সেটে গাজী মাজহারুল আনোয়ার ও দিঠি আনোয়ার।

সত্তর দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা সিনেমা এবং এর গান নিয়ে সাজানো হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘হারানো সুরের গান’।

এ আয়োজনে মেয়ে দিঠি আনোয়ারের উপস্থাপনায় অংশ নিচ্ছে দেশবরেণ্য গীতিকবি, চলচ্চিত্র পরিচালক এবং মিডিয়া ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার।

অনুষ্ঠানে বাবা-মেয়ে মুক্তিযুদ্ধের সিনেমা এবং সিনেমার গানগুলো নিয়ে আলোচনা করবেন।

আলোচনার ফাঁকে ফাঁকে বিবিসি’র জরিপে বাবার সেরা গানগুলো গেয়ে শোনাবেন দিঠি।

এর বাইরেও কিছু গান করবেন তিনি।

এ প্রসঙ্গে দিঠি আনোয়ার বাংলানিউজকে বলেন, সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ‘হারানো সুরের গান’ অনুষ্ঠানটির রেকর্ডিং হয়েছে। আমার উপস্থাপনায় অতিথি হয়ে এ অনুষ্ঠানে বাবা থাকছেন, এটা সত্যি আমার জন্য অনেক আনন্দের। আমি চাই অনুষ্ঠানটি সবাই দেখুক।  

বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় এশিয়ান টিভিতে অনুষ্ঠানটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।