ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

নামের সঙ্গে জোনাস জুড়লেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, ডিসেম্বর ৭, ২০১৮
নামের সঙ্গে জোনাস জুড়লেন প্রিয়াঙ্কা নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া

বিয়ের এক সপ্তাহের মাথায় নিজের নামের সঙ্গে স্বামীর নাম যুক্ত করলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

গত বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের নামের সঙ্গে জোনাস জুড়েছেন পিসি। এখন থেকে তিনি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস নামেই পরিচিত হবেন।

প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগত ১ ও ২ ডিসেম্বর ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে খ্রিস্টান ও হিন্দু রীতিতে গাঁটছড়া বেঁধেছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। এরপর দিল্লির তাজ প্যালেস হোটেলে গত মঙ্গলবার (০৪ ডিসেম্বর) তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রিয়াঙ্কা এখন সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় ফারহান আখতারের সঙ্গে কাজ করছেন। এদিকে অন ফোর্বস লিস্ট অফ হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল ওমেন অফ ইন্ডিয়া ২০১৮’র তালিকায় রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া নাম।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।