দেশি-বিদেশি চলচ্চিত্র ও টেলিভিশন মাধ্যমে শ্রেষ্ঠ কাজের জন্য মার্কিন এই পুরস্কারটি প্রদান করা হয়।
বেভারলি হিলটন হোটেলে এবারের আসরের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মনোনয়নপ্রাপ্তদের তালিকা তুলে ধরা হলো:
শ্রেষ্ঠ সিনেমা (ড্রামা): ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক ক্ল্যান্সম্যান, বোহেমিয়ান রাপসোডি, ইফ বেল স্ট্রিট কুড টক, অ্যা স্টার ইজ বর্ন।
শ্রেষ্ঠ অভিনেতা (ড্রামা): ব্র্যাডলি কোপার (অ্যা স্টার ইজ বর্ন), উইলেম ড্যাফো (অ্যাট এটারনিটি’স গেট), লুকাস হেজেস (বয় ইরেজড), রামি মালেক (বোহেমিয়ান রাপসোডি), জন ডেভিড ওয়াশিংটন (ব্ল্যাক ক্ল্যান্সম্যান)।
শ্রেষ্ঠ অভিনেত্রী (ড্রামা): গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ), লেডি গাগা (অ্যা স্টার ইজ বর্ন), নিকোল কিডম্যান (ডেস্ট্রয়ার), মেলিসা ম্যাককার্থি (ক্যান ইউ এভার ফরগিভ মি?), রোসামুন্ড পাইক (অ্যা প্রাইভেট ওয়ার)।
শ্রেষ্ঠ সিনেমা (মিউজিক্যাল এবং কমেডি): ক্রেজি রিচ এশিয়ানস, দ্য ফেবারিট, গ্রিন বুক, ম্যারি পপিনস রিটার্নস, ভাইস।
শ্রেষ্ঠ অভিনেতা (মিউজিক্যাল এবং কমেডি): ক্রিশ্চিয়ান বেল (ভাইস), লিন-ম্যানুয়েল মিরান্ডা (ম্যারি পপিনস রিটার্নস), ভিগো মরটেনসেন (গ্রিন বুক), রবার্ট রেডফোর্ড (দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান), জন সি. রেইলি (স্ট্যান অ্যান্ড ওলাই)।
শ্রেষ্ঠ অভিনেত্রী (মিউজিক্যাল এবং কমেডি): এমিলি ব্লান্ট (ম্যারি পপিনস রিটার্নস), অলিভিয়া কোলম্যান (দ্য ফেবারিট), এলসি ফিশার (এইথ গ্রেড), শার্লিজ থেরন (টুলি), কন্সট্যান্স উ (ক্রেজি রিচ এশিয়ানস)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: মাহেরশালা আলি (গ্রিন বুক), টিমোথি শালামে (বিউটিফুল বয়), অ্যাডাম ড্রাইভার (ব্ল্যাক ক্ল্যান্সম্যান), রিচার্ড ই গ্র্যান্ট (ক্যান ইউ এভার ফরগিভ মি?), স্যাম রকওয়েল (ভাইস)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: অ্যামি অ্যাডামস (ভাইস), ক্লেয়ার ফয় (ফার্স্ট ম্যান), রেজিনা কিং (ইফ বেল স্ট্রিট কুড টক), এমা স্টোন (দ্য ফেবারিট), র্যাচেল ওয়াইজ (দ্য ফেভারিট)।
শ্রেষ্ঠ অ্যানিমেটেড সিনেমা: ইনক্রেডিবলস টু, ইজেল অব ডগস, মিরাই, রালফ ব্রেকস দ্য ইন্টারনেট, স্পাইডার-ম্যান: ইন্টু দ্য স্পাইডার-ভার্স।
শ্রেষ্ঠ বিদেশি ভাষার সিনেমা: কেপারনম (লেবানন), গার্ল (বেলজিয়াম), নেভার লুক অ্যাওয়ে (জার্মানি), রোমা (মেক্সিকো), শপলিফটার্স (জাপান)।
শ্রেষ্ঠ পরিচালক: ব্র্যাডলি কুপার (অ্যা স্টার ইজ বর্ন), আলফনসো কুয়ারন (রোমা), স্পাইক লি (ব্ল্যাক ক্ল্যান্সম্যান), পিটার ফেরেলি (গ্রিন বুক), অ্যাডাম ম্যাকে (ভাইস)।
শ্রেষ্ঠ চিত্রনাট্য: আলফনসো কুয়ারন (রোমা), ডেবোরা ডেভিস ও টনি ম্যাকনামারা (দ্য ফেভারিট), ব্যারি জেনকিন্স (ইফ বিয়েল স্ট্রিট কুড টক), অ্যাডাম ম্যাকে (ভাইস), ব্রায়ান কুরি (গ্রিন বুক)
শ্রেষ্ঠ মৌলিক গান: অল দ্য স্টারস (ব্ল্যাক প্যান্থার), গার্ল ইন দ্য মুভিজ (ডাম্পলি), রিক্যুইয়েম ফর অ্যা প্রাইভেট ওয়ার (অ্যা প্রাইভেট ওয়ার), রিভিলেশন (বয় ইরেজড), শ্যালো (অ্যা স্টার ইজ বর্ন)।
শ্রেষ্ঠ মৌলিক সুর: অ্যা কোয়াইট প্লেস (মার্কো বেলট্রামি), ইজেল অব ডগস (আলেকজান্দ্রে দেপ্লা), ব্ল্যাক প্যান্থার (লুডউইগ গোরানসন), ফার্স্ট ম্যান (জাস্টিন হারউইৎজ), ম্যারি পপিনস রিটার্নস (মার্ক শেইম্যান)।
শ্রেষ্ঠ টিভি সিরিজ (ড্রামা): দ্য আমেরিকানস, বডিগার্ড, হোমকামিং, কিলিং ইভ, পোজ।
টিভি সিরিজ শ্রেষ্ঠ অভিনেতা (ড্রামা): জেসন বেটম্যান (ওজার্ক), স্টেফেন জেমস (হোমকামিং), রিচার্ড ম্যাডেন (বডিগার্ড), বিলি পর্টার (পোজ), ম্যাথিউ রেস (দ্য আমেরিকানস)।
টিভি সিরিজ শ্রেষ্ঠ অভিনেত্রী (ড্রামা): কাইট্রিওনা বলফে (আউটল্যান্ডার), এলিজাবেথ মস (দ্য হ্যান্ডমেডস টেল), সান্ড্রা ওহ (কিলিং ইভ), জুলিয়া রবার্ট (হোমকামিং), কেরি রাসেল (দ্য আমেরিকানস)।
শ্রেষ্ঠ টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি): ব্যারি (এইচবিও), দ্য গুড প্লেস (এনবিসি), কিডিং (শোটাইম), দ্য কোমিনস্কি ম্যাথোড (নেটফ্লিক্স), দ্য মার্ভেলাস মিসেস মেইসেল (অ্যামাজন)
টিভি সিরিজ শ্রেষ্ঠ অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): সাশা ব্যারন কোহেন (হু ইজ আমেরিকা), জিম কেরি (কিডিং), মাইকেল ডগলাস (দ্য কোমিনস্কি ম্যাথোড), ডোনাল্ড গ্লোভার (আটলান্টা), বিল হ্যাডার (ব্যারি)।
টিভি সিরিজ শ্রেষ্ঠ অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): ক্রিস্টেন বেল (দ্য গুড প্লেস), ক্যান্ডিস বার্গেন (মার্ফি ব্রাউন), অ্যালিসন ব্রি (গ্লো), র্যাচেল ব্রসনান (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল), ডেব্রা মেসিং (উইল অ্যান্ড গ্রেস)
শ্রেষ্ঠ টিভি লিমিটেড সিরিজ: দ্য অ্যালিয়েনিস্ট (টিএনটি), দ্য অ্যাসাসিনেশন অব জিয়ান্নি ভারসাচি : আমেরিকান ক্রাইম স্টোরি (এফএক্স), এসকেপ অ্যাট ড্যানেমোরা (শোটাইম), শার্প অবজেক্টস (এইচবিও), অ্যা ভেরি ইংলিশ স্ক্যান্ডাল (অ্যামাজন)
টিভি লিমিটেড সিরিজ শ্রেষ্ঠ অভিনেতা: অ্যান্টোনিও ব্যান্ডারাস (জিনিয়াস পিকাসো), ড্যানিয়েল ব্রুল (দ্য অ্যালিয়েনিস্ট), ড্যারেন ক্রিস (দ্য অ্যাসাসিনেশন অব জিয়ান্নি ভারসাচি : আমেরিকান ক্রাইম স্টোরি), বেনেডিক্ট কাম্বারব্যাচ (প্যাট্রিক মেলরোজ), হিউ গ্র্যান্ট (অ্যা ভেরি ইংলিশ স্ক্যান্ডাল)।
টিভি লিমিটেড সিরিজ শ্রেষ্ঠ অভিনেত্রী: অ্যামি অ্যাডামস (শার্প অবজেক্টস), প্যাট্রিশিয়া অ্যাকুয়েট (এসকেপ অ্যাট ড্যানেমোরা), কনি ব্রিটন (ডার্টি জন), লরা ডার্ন (দ্য টেল), রেজিনা কিং (সেভেন সেকেন্ডস)।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের এবারের আসর উপস্থাপনা করবেন অভিনেতা অ্যান্ডি স্যামবার্গ ও অভিনেত্রী সান্ড্রা ওহ।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
ওএফবি