ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালতামামি ২০১৮

সর্বোচ্চ প্রকাশিত গানের পাঁচ শিল্পী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
সর্বোচ্চ প্রকাশিত গানের পাঁচ শিল্পী সর্বোচ্চ প্রকাশিত গানের পাঁচ শিল্পী

সঙ্গীতশিল্প থেকে অ্যালবাম প্রথা প্রায় বিলুপ্ত। এখন চলছে একক গানের দিনকাল। তাই অধিকাংশ শিল্পীদের বছরে ৩-৪টি কিংবা ৩-৫টির মত গান প্রকাশ করতে দেখা যায়।

কিন্তু সদ্য জনপ্রিয়তা পাওয়া কিংবা শ্রোতামহলে গ্রহণযোগ্যতা থাকা শিল্পীরা বরাবরই বেশি সংখ্যক গান প্রকাশ করে থাকেন। চলতি বছর সর্বোচ্চ সংখ্যক গান প্রকাশ করা পাঁচ শিল্পীদের নিয়ে এই আয়োজন-

আসিফ আকবর
চলতি বছরের শুরুতে আসিফ আকবর ঘোষণা দিয়েছেন এক’শ গান করার।

ঘোষণা অনুযায়ী প্রায় এক’শ গানেই কণ্ঠ দিয়েছেন তিনি। এরই মধ্যে ভিডিওতে প্রকাশ পাওয়া আসিফের উল্লেখযোগ্য গান হচ্ছে- ‘ফুঁ’, ‘আগুন-পানি’, সদ্য প্রয়াত ব্যান্ড তারকা ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ূব বাচ্চু স্মরণে ‘সেখানে থাকো ভালো থেকো’, ‘পূর্ণদৈর্ঘ্য হাসি’, ‘খোদার কসম’, ‘তোমাকে যেনো ভুলে যাই’, ‘দিল দিওয়ানা দিল’, ‘ডুবো প্রেম’ ‘তোমার বাইরে’, ‘মুছে দেবো কান্না তোমার’, ‘একটা গল্প ছিলো’, ‘ও প্রিয়া তুমি কেমন আছো’, ‘টিপটিপ বৃষ্টি’, ‘মেঘ বলেছে’, প্রভৃতি উল্লেখযোগ্য।  

এফ এ সুমন
এফ এ সুমন এ বছর ৩০টির অধিক গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে ভিডিওতে প্রকাশিত বেশকিছু গানের কথা জানিয়েছেন তিনি। এগুলো হচ্ছে- ‘মাওলা’, ‘মিথ্যাবাদী রে’, ‘আমার খবর দিও’, ‘মনটা আমার’, ‘ছলনাময়ী তুই’, ‘মরে যাবো’, ‘ও প্রিয়ারে’, ‘আমি যারে ভালোবাসি’ প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া আরও বেশকিছু গান এখন প্রকাশের অপেক্ষায় রয়েছে।

ইমন খান
কণ্ঠশিল্পী ইমন খান চলতি বছর ৪০টির অধিক গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে বেশকিছু গানের তালিকা দিয়েছেন ইমন। এগুলো হচ্ছে- ‘জানলে জানুক পৃথিবী’, ‘প্রেম রোগ’, ‘প্রেমে পড়েছে হৃদয়’ ‘ও প্রিয়া’, ‘ভুল মানুষের ঘর’ ‘পাখি’, ‘পাখি ২’, ‘পাখি ৩’, ‘পাখি ৪’, ‘বুকে দুঃখের বসবাস’, ‘দুঃখের কান্না’, ‘সাধের ময়না’ ‘সুখ পাখি’ ‘তুমি স্বপ্নে আসো’ ‘জনম দুঃখী মা’, ‘পরী’, ‘মায়া নাইরে তোর’, ‘প্রেমের দাফন’, ‘সম্পর্ক’, ‘কি দিলে আমায়’, ‘দুই নয়ন’, ‘ভালোবাইসা দুঃখ দিলি’, ‘স্মৃতির মালা’, ‘ভালোবেসে করেছি কি ভুল’, ‘ভুলের মাসুল’, ‘মন বাগানে ইমন খান’, ‘মোহনা ইতি’, ‘রুপা’, ‘একুশের গান’

আরমান আলিফ
চলতি বছরের আলোচিত শিল্পী ‘অপরাধী’খ্যাত আরমান আলিফ। জনপ্রিয়তার জোয়ারে ভাসা এ শিল্পী ‘অপরাধী’ ভাইরাল হওয়ার পর সবমিলিয়ে ২০ টির অধিক গানে কণ্ঠ দিয়েছেন। তার বেশিভাগ গানের সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। আরমানের কণ্ঠে প্রকাশিত উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে- ‘অপরাধী’, ‘বেঈমান’, ‘নেশা’, ‘কাঁচের জানলা’, ‘আমার আমার লাগে’, ‘কার বুকেতে হাসো’, ‘গৃহবন্দী’, ‘খুব সহজ’, ‘সর্বনাশ’, শূন্যতা’, ‘অহংকারী’।

সাদমান পাপ্পু
তরুণ সঙ্গীতশিল্পী সাদমান পাপ্পু ‘আমি মানে তুমি’ গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করেন। এরপর তার ‘ও ছেরি’ গানটি এখন ৩কোটির ঘরের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে এ বছর পাপ্পু ২০টির অধিক গানে কণ্ঠ দিয়েছেন। এগুলো হচ্ছে- ‘ও ছেরি ও ছেরি’,  ‘বন্ধু আমার রাতের আকাশ’,  ‘বোকারে বোকারে’,  ‘একটাই তো আকাশ’, ‘একটি মেয়ের গল্প বলি’,  ‘ভালোই আছো’, ‘নীল যমুনার তীরে’,  ‘আকাল মানুষ’, ‘মায়া’, ‘পাগলীরে তর জন্য’,  ‘বস্তা কাইটা পেন্ট’,  ‘চুলের ফিতা’,  ‘দিল লাগালি’, ‘জ্যোতিষী’,  ‘পথের কাটা’, ‘শিরনী’ প্রভৃতি উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।